ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ২৬ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ চেষ্টা মামলার আসামি বাগান মাস্টার। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মধু সদন পান্ডে আসামির সন্ধান দেয় না বাদী তাই গ্রেপ্তার হচ্ছে না বলে জানান।
মামলার বাদির বড় ভাই পুতন্তিপাড়া গ্রামের বাসিন্দা
রথীন রায় বলেন, চলতি বছরের ২২ জুন তার বোন কলেজ ছাত্রী বাদি হয়ে স্থানীয় থানায় বাগান মাষ্টারের নামে ধর্ষণ চেষ্টা মামলা করেন। মামলা নম্বর ২০। মামলার পর থেকে বাগান মাস্টার পলাতক রয়েছে। পুলিশ ২৬ দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মধুসূদন পান্ডে বলেন, বাদি তো আসামীর কোন খোঁজ খবর দেয় না কিভাবে ধরবো। তবে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ভাবখন্ড গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল মন্ডল ওরফে বাগান মাস্টার (৬২) এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে জীবননাশের হুমকি দেয়। বাগান মাস্টার ভাবখন্ড গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গৃহবধূ থানায় অভিযোগ দিলে রোববার (২২ জুন) বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। ওই গৃহবধূর বাড়ি একই ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামে।