অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা রাস্তার পুর্বপার্শ্ব থেকে এক নবজাতক মেয়ে শিশু উদ্ধার করেছে এলাকাবাসী।
১৭জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পুর্বে বাকাতলার মোড়ের পার্শ্বে বাঁশঝাড়ের বালুময় উচুস্থানে নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয় লোকজন।পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে পল্লী চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রীর কাছে তুলেদেন।এবং তৎক্ষনাৎ বুকের দুগ্ধপান করান।জানা যায় গতকাল রাত থেকেই বাঙ্গালভিটা গ্রামের মোস্তফা কামালের স্ত্রী’কোলে মাতৃছায়ায় লালন পালন করছেন।এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পল্লী চিকিৎসক মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন শিশুটব কান্না করছে এমন সময় আমার স্ত্রী’হাসিনা বেগম আমার অনুমতি সাপেক্ষে শিশুটিকে কোলে নেয় এবং লারন করছে।যদি প্রকৃত পিতামাতা আসে তাহলে প্রশাসনিক সহায়তায় তুলে দেয়া হবে।
এবিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সাথে কথা বললে তিনি বলেন,সম্পুর্ণ বিষয়ে অবগত রয়ছি।বিষয়টি সমাজসেবাকে নিয়ে সমন্বয় সভায় আলোচনা সাপেক্ষে মাইকিং করা হবে।তাতেও যদি কেহ না আসেন তাহলে সরকারী বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।