ঝালকাঠি প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ দৌড় প্রতিযোগিতার সূচনা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ম্যারাথন দৌড়ে অংশ নেন, জুলাইয়ে আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, নিহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় ২৫ মিনিট ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথনে অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
পুরস্কার বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ আয়োজন শুধু ক্রীড়া চর্চার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না, বরং এর মাধ্যমে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার উদ্যোগ গুরুত্ব পেয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।