Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
অন্তর্ববর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার জন্য আকাশ পথে ঢাকা থেকে আসেন।
তিনি আরও বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মুল পাঁচটি বিষয়ে আলোচনা চুড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকারে যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চুড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে।
এরপর বিস্তারিত রিপোর্ট করলে শুরু হবে এর বাস্তবায়নের কাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশ এই দুইটি দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে দুই দেশরই সম্মতি লাগবে।
পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রাওনা দেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।