নাজমুল হোসেন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের সুবিধার্থে নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৫ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন, এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগ্যাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।
তথ্য সেবা কেন্দ্র উদ্বোধনের খবরে সেবা প্রত্যাশীরা জানান, আগে মামলার কাগজ পত্র সংগ্রহে সংশ্লিষ্ট থানা কিংবা কোর্ট ইন্সপেক্টর আইনজীবীসহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা ও হয়রানির শিকার হতে হতো আমাদের। এখন এই তথ্য সেবা কেন্দ্রে যদি তথ্য প্রদানে নিয়মিত কার্যত ভুমিকা রাখে তাহলেই তথ্য সেবা কেন্দ্রের উদ্দেশ্য সফল হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, তথ্য সেবা কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় শুধুমাত্র মামলার বাদী কিংবা বিবাদীদের উপকার হবে এমনটা নয়। এতে আইনজীবী থেকে শুরু করে মামলার কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে সকলের উপকারে আসবে। তবে এই তথ্য কেন্দ্রটি নিয়মিত খোলা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শিল, উপস্থাপনয় ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামানসহ অনেকে।