বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করছেন বলে মন্তব্য করেছেন National Citizens Party (NCP)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন.
শনিবার ঢাকায় এক দলীয় কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ উপলক্ষে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, ধর্ষণ, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে গুলশান ও মিরপুরে বিক্ষোভ মিছিল করে এনসিপি।
আকরাম হুসেইন বলেন,
“লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি (তারেক রহমান) দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন।”
He also said,
“বিএনপি যদি জনগণের আস্থাভাজন না হতে পারে, তাহলে জুলাই মাসেই তাদের আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হতে পারে—যা আমরা চাই না।”
সোহাগ হত্যাকাণ্ড ও যুবদলের বিরুদ্ধে অভিযোগ
গুলশানে আয়োজিত সমাবেশে আকরাম হুসেইন বলেন,
“পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। ভিডিওটি এতটাই নির্মম ও নিষ্ঠুর যে ভাষায় প্রকাশ করা যায় না। এই ঘটনায় যুবদলের সন্ত্রাসীরা জড়িত। বিএনপির উচিত জাতিকে জানানো যে তারা এই মেসেজ দিতে চায় কি না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে কী করবে, তার নমুনা এই হত্যাকাণ্ডেই প্রতিফলিত হয়েছে।”
এ সময় তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান।