Mohammad Masud Majumder:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল’ এ স্লোগানকে ধারণ করে পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতায় কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটি দুই বছর মেয়াদে (২০২৫-২০২৭) দায়িত্ব পালন করবে। সভায় সভাপতিত্ব করেন মিডিয়া ফোরামের বিদায়ী সভাপতি এম ফিরোজ মিয়া। সভায় মিডিয়া ফোরামের উপদেষ্টা প্রথম আলোর প্রয়াত ফটো সাংবাদিক এম সাদেকের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন গঠনের বিদায়ী সভাপতি ফিরোজ মিয়া। নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সহ-সভাপতি হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ), সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহ-সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারী (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আজকের পত্রিকা), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আব্দুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ (দৈনিক ডাক প্রতিদিন), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা জুয়েল (দৈনিক ডাক প্রতিদিন)।
নির্বাহী সদস্যপদে রয়েছেন: কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), এম ফিরোজ মিয়া (দৈনিক ভোরের সূর্যোদয়), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন, daily present times) ও আহসান হাবীব পাখি (আনন্দ টিভি)।