জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে একটি দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোজাম্মেল হোসেন মোকাম্মেল। এ উপলক্ষে বানারীপাড়া মডেল সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির কাওসার হোসেন, পৌর বাইতুল মাল সম্পাদক মো. সিরাজুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারি হাসিবুল ইসলাম এবং বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষে জানানো হয়,
“জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। আমরা চাই—এই কর্মসূচির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি হোক এবং সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”
কর্মসূচির অংশ হিসেবে দিনভর বিভিন্ন স্থানে গাছ রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়।