শেরপুর প্রতিনিধি:
দৈনিক মানবজমিনের সাংবাদিক ও রানীশিমুল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু সাইদ দিনারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে শেরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা ও আশপাশের এলাকার অন্তত ৫০ জন সাংবাদিক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আবু সাইদ দিনার একজন নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন পেশাজীবী। তার বিরুদ্ধে ১ মে ২০২৫ সালে রানীশিমুল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে সংঘটিত একটি হত্যা মামলায় (মামলা নং ৬৬/২৫) পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
দৈনিক নয়াদিগন্ত এর সাংবাদিক ফিরোজ মিয়া বলেন, আবু সাইদ দিনারের মতো একজন পরিচ্ছন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক রমেশ সরকার বলেন, দিনার একজন সৎ সাংবাদিক ও জনপ্রিয় সমাজসেবক। তার নামে মিথ্যা মামলা দায়ের করে একটি মহল তাকে হেয় করার অপচেষ্টা করছে।
দৈনিক সংগ্রাম এর জাকির আহমেদ বলেন, দিনার ভাই একজন মানবিক মানুষ ও সমাজসেবায় জড়িত একজন নিবেদিত কর্মী। তাকে মামলায় জড়িয়ে দৃষ্টান্তমূলকভাবে অপমান করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
মাই টিভির রানা মিয়া বলেন সাংবাদিক এখন চরম চ্যালেঞ্জের মুখে। সত্য লেখার কারণে সাংবাদিকদের এভাবে হেনস্তা করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়া দৈনিক আজকের প্রত্রিকার রিপোর্টার রুবেল আহম্মেদ বলেন, আমরা চাই, তদন্ত হোক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। কোনো নির্দোষ নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।
দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাফিজল হক তানভীর বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাই। নির্দোষ মানুষকে হয়রানি করা মানেই আইনের অপব্যবহার।
এছাড়া মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দৈনিক বর্তমানের হাফেজ মাসুদুর রহমান, দৈনিক নতুন দিনের মোস্তফা কামাল, দৈনিক আমার বার্তার সোহাগ মিয়া, দৈনিক কালের সমাজের বিশাল আহম্মেদ, দৈনিক নয়া কণ্ঠের আল-আমিন, দৈনিক আলোকিত জামালপুরের সাজুল ইসলাম, দৈনিক ভোরের আওয়াজের রাকিব হোসেন, দৈনিক বর্তমানের হাফেজ মাসুদুর রহমান, দৈনিক নতুন দিনের মোস্তফা কামাল, দৈনিক আমার বার্তার সোহাগ মিয়া, দৈনিক কালের সমাজের বিশাল আহম্মেদ, দৈনিক নয়া কণ্ঠের আল-আমিন, দৈনিক আলোকিত জামালপুরের সাজুল ইসলাম।
এ সময় ভুক্তভোগী আবু সাইদ দিনার বলেন, আমি ঘটনার সময় গাজীপুরে ছিলাম। আমার কাছে সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশনের প্রমাণ রয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও প্রকৃত দোষীদের বিচার দাবি করছি।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আনোয়ার জাহিদ বলেন, রানীশিমুল ইউনিয়নের একটি হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই তদন্তে কোনো পক্ষপাতিত্ব করা হবে না। আমরা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।