ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। সম্প্রতি তাদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে, প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরকবাহী নৌকা দিয়ে হামলা চালিয়েছে এই ইরান-সমর্থিত গোষ্ঠী। চারটি জাহাজ ডুবে গেছে, সাতজন ক্রু নিহত হয়েছেন। মূলত গাজায় ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে তারা এসব হামলা চালাচ্ছে, যদিও বেশিরভাগ টার্গেটকৃত জাহাজের ইসরাইলের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হুথি আনসারুল্লাহ একটি শিয়া জায়েদি আন্দোলন, যাদের সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ইরান, হিজবুল্লাহ এবং অন্যান্য ‘প্রতিরোধ অক্ষ’ গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। হুথিরা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং ডি-ফ্যাক্টো সরকারের মতো নিজেদের এলাকা পরিচালনা করছে। জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চললেও তারা ইসরাইলবিরোধী হামলা অব্যাহত রেখেছে, যার পরিণতিতে লোহিত সাগর হয়ে উঠেছে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য এক অস্থির ও অনিরাপদ এলাকা। এই অঞ্চলের মাধ্যমে বয়ে যায় বৈশ্বিক পণ্যের প্রায় ১৫ শতাংশ, ফলে হুথি হামলা বৈশ্বিক বাণিজ্যেও বড় প্রভাব ফেলছে। হুথিদের বিরুদ্ধে একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল পাল্টা হামলা চালালেও, তাদের শক্ত প্রতিরোধ ক্ষমতা এবং ইরানি সহায়তায় পরিচালিত অস্ত্র কারখানা হুথিদের এই যুদ্ধে দীর্ঘস্থায়ী অবস্থান নিশ্চিত করছে। সবশেষ ২০২৫ সালের জুলাই মাসে ইসরাইল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উসকে দিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায়, আন্তর্জাতিক মহলের সামনে এখন বড় প্রশ্ন—এই সংঘাত আর কতদূর ছড়াবে এবং এর জবাব কে দেবে?
Trending
- ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন
- কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন
- বিজয়নগরে নানা আয়োজনে অভিযান এর ২৩ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন
- ব্রাহ্মণবাড়িয়া’য় বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার পণ্য জব্দ
- সোহাগ হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া’য় ছাত্রদের বিক্ষোভ
- কুবি শিক্ষককে আঙুল তুলে হুমকি, সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ
- চট্টগ্রামে আলোচিত স্ত্রী হত্যামামলার প্রধান আসামি র্যাব এর হাতে বিজয়নগরে আটক
- জীবন্ত কিংবদন্তী, নোবেল বিজয়ী কবি ও বিপ্লবী রাজনীতিক কমরেড পাবলো নেরুদা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক