কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ছড়া থেকে ময়ুর মিয়া (৭০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার দেওড়াছড়া চা বাগানের বামন বীল এলাকার একটি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ময়ুর মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কাছাকাছি এলাকায় ছড়ায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ছড়ায় ফেলে রাখা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
নিহতের পরিবার দাবি করেছে, ময়ুর মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তারা।