মো: গোলাম কিবরিয়া, রাজশাহী:
রাজশাহীতে দুই কোটি টাকা পাওনাকে কেন্দ্র করে মামা-ভাগ্নের মধ্যে বিরোধ ভয়াবহ রূপ নেয়। এই ঘটনায় ভাগ্নে আল ফারুক আহমেদ নতুনকে মারধরের অভিযোগ উঠেছে মামা ঠিকাদার ওয়াসিমুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ জুলাই) রাতেই এ ঘটনায় রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত নতুনের স্ত্রী শিক্ষানবিশ আইনজীবী তানিয়া খাতুন।
তানিয়ার অভিযোগ, ঠিকাদার ওয়াসিমুল হকের কাছে দীর্ঘদিন ধরে দুই কোটি টাকা পাওনা ছিল নতুনের। সেই টাকা পরিশোধের কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ডেকে নেওয়া হয় পবা উপজেলার ভুগরইল এলাকার একটি চেম্বারে। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ওয়াসিমুল ও তার লোকজন নতুনকে নির্মমভাবে মারধর করেন।
অভিযোগে বলা হয়, হামলায় অংশ নেন ওয়াসিমুলের ভাই জয়নাল আবেদীন (৫৫), ওহাব আলী (৫২), তাদের ছেলে কাওছার আলী (২৬) ও মো. লিটন (৩০)। কাওছার লোহার রড দিয়ে নতুনকে আঘাত করেন, লিটন কাঠের চলা দিয়ে মারেন এবং জয়নালের আঘাতে নতুনের মুখে রক্তাক্ত জখম হয়।
এছাড়া মারধরের সময় নতুনের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তানিয়া খাতুন বলেন,
“আমার স্বামী মামার কাছে টাকা চাইতে গিয়েছিলেন। তাকে চেম্বারে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এখন আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে জয়নাল আবেদীন ছাত্র-জনতার ওপর হামলার মামলারও আসামি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াসিমুল হক। তিনি বলেন,
“নতুন আমার কাছে কোনো টাকাই পায় না। সে চেম্বারে ভাঙচুর করতে এসেছিল। তখন লোকজন তাকে প্রতিহত করেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমরাও পাল্টা মামলা করব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিমুল পেশায় একজন ঠিকাদার এবং রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একচেটিয়া ঠিকাদারি, নিম্নমানের কাজ ও সময়মতো প্রকল্প শেষ না করার অভিযোগ রয়েছে। পবার নওহাটা পৌরসভার ২০ কোটি টাকার ১০টি রাস্তার কাজের মধ্যে বেশ কিছু এখনও অসমাপ্ত, এবং কয়েকটি রাস্তা ধসে পড়েছে।
এ বিষয়ে রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান,
“নতুনকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”