উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালির বাজার হেলিপ্যাড মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তাওহীদ বিন লাবিদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাচ্চু রাড়ী-এর সঞ্চালনায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের সদস্য সচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস ছালাম, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদুজ্জামান কমরেড, উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি নজরুল ইসলাম, বি এন খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং এলাকাবাসী।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রায়হান একাদশ বনাম বাদশা একাদশ। খেলা দেখতে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালনা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টটি এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।