Muhammad Abul Bashar:
ময়মনসিংহের বাইপাস মহাসড়ক অবরোধে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়।০৯ জুলাই(বুধবার) ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রহমতপুর বাইপাস সড়কে আন্দোলন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে। তাদের এই কর্মসূচির ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যান ময়মনসিংহ জেলার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এ সময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।প্রশাসনের দ্রুত সহানুভূতিশীল হস্তক্ষেপে পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়।