মো. খায়রুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। এতে জলাবদ্ধতায় বিপর্যস্ত শতাধিক পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি মজিবর রহমান ব্যক্তিস্বার্থে একটি খালের মুখে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে পানি চলাচল বন্ধ করে রেখেছিলেন। এতে সামান্য বৃষ্টিতেই গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হতো। বহুবার অনুরোধ করা হলেও তিনি বাঁধ অপসারণে রাজি হননি।
অবশেষে জলাবদ্ধতায় অতিষ্ঠ গ্রামবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে ৮ জুলাই বিকেলে সরেজমিনে তদন্তে যান গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং থানা পুলিশের একটি দল। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তারা।
সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন জানান, “ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী স্যারের নির্দেশে জনস্বার্থে খালের বাঁধ অপসারণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে খুশি গ্রামবাসী। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।