Shahiduzzaman Shimul, Satkhira:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খাঁন, সাতক্ষীরা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।
সভায় ১৪ জুলাই থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত সরকার ঘোষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ’ কর্মসূচি পালনের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তাবিত কর্মসূচিসমূহ:
- ১৪ জুলাই: ‘জুলাই ওমেনস ডে’ পালন ও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সূচনা
- ১৬ জুলাই: প্রতিটি শহীদের স্থানে ‘স্ট্রিট মেমোরি স্টাম্প’ স্থাপন
- ১৮ জুলাই: প্রতীকী ম্যারাথন; এতে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অগ্রভাগে অংশ নেবেন
- ১৯ জুলাই: শহীদদের সংখ্যা অনুযায়ী গাছরোপণ
- ২১ জুলাই: মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল
- ২৪ জুলাই: প্রাথমিক বিদ্যালয়ে শিশু শহীদদের স্মরণে কবিতা আবৃতি ও প্রতিযোগিতা
- ২৮ জুলাই: রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প
- ৩১ জুলাই: কলেজ পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- ৩ আগস্ট (৩৪ জুলাই): ‘জুলাই বিষয়ক’ চলচ্চিত্র প্রদর্শনী
- ৪ আগস্ট (৩৫ জুলাই): ডিসি অফিসে সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন
- ৫ আগস্ট (৩৬ জুলাই): ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সম্মিলন ও ধর্মীয় প্রার্থনা
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ কর্মসূচিগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলার প্রতিটি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আমরা কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করবো।”