মুক্তাগাছা প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় মোহাব্বত আলী (৩৫) নামের এক ভোগ্যপণ্যের ডেলিভারি ম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বটতলা মোড় এলাকায় ‘দিশা এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানের গোডাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাব্বত আলী উপজেলার পদুরবাড়ী গ্রামের কেরামত আলী ও মমতাজ বেগমের পুত্র। তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তার স্ত্রী দুলুন বেগম কয়েক মাস আগে রমজান মাসে সৌদি আরবে গৃহকর্মীর কাজে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাব্বত আলী বটতলা মোড়ের দিশা এন্টারপ্রাইজে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত এক মাস ধরে দোকানের পাশেই একটি কক্ষে রাত কাটাতেন তিনি। মঙ্গলবার সকালে দোকান মালিক কার্তিক কালুয়া দোকানে এসে মোহাব্বতের কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের ও পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের পাশের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, “অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়। মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”