Pirojpur Correspondent:
পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এলিজা জামান, নজরুল ইসলাম খান, আফজাল হোসেন টিপু, সাইদুল ইসলাম কিসমত, নাসির উদ্দিন ফকির, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক এবং শাফিউল আজম ভিপি দুলাল।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়নের সভাপতি মুনিরুজ্জামান মিন্টু, সয়না-রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম. শহীদুল আলম বাদল, আমরাজুড়ী ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন এবং চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম শাহীন প্রমুখ।
সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩৫৫ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন এস. এম. আহসান কবির, সাধারণ সম্পাদক হন এইচএম দ্বীন মোহাম্মদ এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মনিরুজ্জামান মিয়া।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন জিয়াউল হাসান লিক্সন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান।