দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু ময়না হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
৮জুলাই (মঙ্গলবার) সরাইল সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবু সুফিয়ান সিদ্দিক। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিবলি সাদিক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জামাল লস্কর, সরাইল উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ আলিফ মাহমুদ নাহিদ, মোঃ রেদোয়ান বাদশা, মোঃ ইমরান মিয়া, সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৫ই জুলাই দুপুর ৩ টার দিকে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর একই এলাকার হাভলীপাড়া মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করেন সরাইল থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের তিনদিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বক্তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রশাসন যদি আগামী ১২ ঘন্টার মধ্যে ময়না হত্যার আসামিদের গ্রেফতার না করে তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।