Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক অসহায় নারী আম্মাতোন খাতুনের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’।
৬০ বছরের বৃদ্ধা আম্মাতোন খাতুন বসবাস করেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে। বছর দুয়েক আগে স্বামীকে হারান। একমাত্র মেয়ে লালবিবি ও ৮ বছরের নাতি মো. লাভলুকে নিয়ে তার সংসার। মেয়ে লালবিবি স্থানীয় একটি কোম্পানিতে দৈনিক ২৫০ টাকা মজুরিতে কাজ করেন। সেই আয়ে কোনো রকমে চলে তাদের জীবন।
ভেঙে পড়া একমাত্র ঘরেই এতদিন বসবাস করছিলেন তারা। বৃষ্টির দিনে ঘরের ভেতর পানি ঢুকে পড়তো। কোথাও থেকে সহযোগিতা না পেয়ে আম্মাতোন খাতুন অবশেষে আশ্রয় নেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’–এর শরণাপন্ন হয়ে।
সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রিদয় ইসলাম বিষয়টি জানান সংগঠনের সভাপতি ও অন্যান্য সদস্যদের। এরপর সংগঠনটি নিজস্ব অর্থায়নে একট দোচালা টিনশেড ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।
Last ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে সেই ঘরের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ব্যবসায়ী রবিউল আউয়াল রবি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ.
কামারপুকুর ইউনিয়ন সভাপতি মো. রুবেল ইসলাম Said,
“আম্মাতোন খাতুন বৃষ্টির রাতে ঘরে পানি ঢুকে কষ্ট পেতেন। আমরা মানবিক বিবেচনায় ঘর নির্মাণ করে দিয়েছি।”
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান Said,
“‘হৃদয়ে সৈয়দপুর’ গত ৭ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। গরিব মেয়ের বিয়ের বিদায় অনুষ্ঠান, গণ সুন্নতে খাৎনা, সেলাই মেশিন, ছাগল বিতরণ, দোকান নির্মাণসহ নানা উদ্যোগ আমরা নিয়মিত নিচ্ছি।”
ঘর পেয়ে আবেগাপ্লুত আম্মাতোন খাতুন বলেন,
“এই বয়সে নতুন ঘর পাবো ভাবিনি। আল্লাহ যেন এদের মঙ্গল করেন।”