সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবীতে মানববন্ধনের বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দ। তাদের অভিযোগ মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু ও সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা মানববন্ধনের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন , বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে সক্রিয় ছিল এবং দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে সেইসব ত্যাগী নেতাকর্মীদের কে নিয়েই উপজেলা বিএনপির বর্তমান কমিটি গঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি বহাল করা হয়েছে। আজকে যারা মানবন্ধনে অংশ গ্রহন করেছে তারা বিগত দিনে আওয়ামী দোসর নিক্সন চৌধুরীর ঘনিস্ট সহযোগী ছিল৷
মংগলবার (৮জুলাই) সকাল ১১ টায় উপজেলার প্রধান সড়কে তৃনমুল বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে বিএনপির কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক ও সদস্যসচিব তাৎক্ষনিক উপস্থিত সংবাদিকদের মানববন্ধনের প্রতিবাদে প্রতিক্রিয়া জানান৷
তারা বলেন আজকের মানববন্ধনে যারা অংশগ্রহন করেছে তারা তারেক রহমানের নির্দেশনা কে উপেক্ষা করেছে। আওয়ামী দোসরদের নিয়ে এই মানববন্ধন কর্মসুচী করা হয়েছে।
এই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।