উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রসম্মানায়ক মোঃ রিয়াজ উদ্দিন.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. আলাউদ্দিন and উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিক আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট:
- ৭০টি ফুটবল
- ১০টি ভলিবল
- ১০ সেট ক্রিকেট সামগ্রী
- ১০টি ক্যারম বোর্ড সেট
- ১০ সেট দাবা বোর্ড বিতরণ করা হয়।
ইউএনও মোঃ আলী সুজা বলেন, “যেসব শিক্ষার্থী ও যুবসমাজ নিয়মিত ক্রীড়া চর্চায় অংশগ্রহণ করে, তারা কখনো মাদকাসক্ত হয় না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। তাই শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে, মোবাইল ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”
তিনি রাজনৈতিক নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বান জানান—সবার সম্মিলিত প্রচেষ্টায় উজিরপুরকে একটি মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম শিক্ষার্থী সমাজ উপহার দিতে।
প্রতিবেদন: Md. Mahfuzur Rahman Masum