আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। তিনি বাংলাদেশসহ ১৪টি দেশের আমদানিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করা এক চিঠিতে তিনি জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে।
চিঠিতে তিনি আরও বলেন, শুল্ক আরোপের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও, যদি সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রকে ভালো কোনো প্রস্তাব দেয়, তাহলে আলোচনা সম্ভব।
গত এপ্রিলে ‘লিবারেশন ডে’ ঘোষণা দিয়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে পরে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে ৯০ দিনের জন্য তা স্থগিত করেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানালেন তিনি।
ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। নাসডাক সূচক ০.৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮ শতাংশ হ্রাস পেয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। এশিয়ার বিভিন্ন দেশ এই নতুন শুল্ককে তাদের জন্য ‘অবিচার’ বলে মনে করছে।
এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিখাত এই সিদ্ধান্তে প্রভাবিত হতে পারে। তবে আলোচনার সুযোগ থাকায় সরকার কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।