মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় সদরপুর রাজিয়া সিনেমা হলের তৃতীয় তলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাওলানা আবু হানিফ নোমানীকে সভাপতি এবং কাজী আবদুল হান্নানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া রফিকুল ইসলাম ফকিরকে সহ-সভাপতি এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওলামা দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসাইন জিলু এবং সঞ্চালনা করেন সদরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
তিনি তার বক্তব্যে বলেন,
“দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ওলামা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিকতা ও আদর্শিক ভিত্তিতে রাজনীতিকে শক্তিশালী করতেই ওলামা দল কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু
- উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী
- ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম
- ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস
- এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়।