স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সুলতানপুর ইউনিয়নের সর্বান্দিয়া গ্রামে নিজ নামে থাকা জমি বিক্রি করায় প্রতিপক্ষের হামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী জানান, চর সুলতানপুর মৌজার আরএস ৬৫৪ নং খতিয়ানে ২১.৬৬ একর জমির মধ্যে এসএ খতিয়ানভুক্ত কয়েকটি দাগে (১০৭৮, ১০৮৪, ১০৮৯ ও ১১৬৪) ৪.৬০ শতাংশ জমি তার মা লাকি আক্তার, পেয়ার বেগম ও মনোয়ারা বেগমের নামে রেকর্ডভুক্ত রয়েছে। পরে একাধিক রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে তারা জমির মালিক হন এবং বিএস খতিয়ানেও নামজারি সম্পন্ন হয় (খতিয়ান নং ২৪১, দাগ ১২৪৫, ১২৫৯ ও ১২৭২)।
বর্তমানে জমির মালিকরা ৭৭ শতাংশ জমি ভোগদখলে রয়েছেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করে যাচ্ছেন।
আইনি লড়াই ও তদন্ত
উক্ত জমি নিয়ে বিরোধে ২০২৪ সালের ৩ ডিসেম্বর ফরিদপুর সিআর মামলা নং ১৯১/২০২৪ দাখিল করা হয়। মামলাটি ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’–এর ৪(১)/৫(১)/৭/৮/১০/১৩/১৬/২০/২১ ধারাসহ দণ্ডবিধির ৩৭৯/৪২৭/৫০৬(২) ধারায় করা হয়।
ফরিদপুর জেলা পিবিআইয়ের তদন্তকারী দল ২০২৫ সালের ৯ জানুয়ারি সরেজমিন তদন্তে গিয়ে প্রতিবেদনে উল্লেখ করে, “আসামি আলিমুদ্দিন বর্তমানে জোরপূর্বক বাদী মিজানকে সরিয়ে জমি দখলে নিয়েছেন। অপর আসামি আকলিমা বেগম ও লুৎফর রহমান জমির মালিকানা দাবি করে দখল করে রেখেছেন যা আইনত অপরাধ।”
তদন্তে আরও বলা হয়, আসামিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জমি বদল (এহজ বদল) সংক্রান্ত যেসব দাবি তারা তুলেছেন, তার কোনো লিখিত প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।
ভুক্তভোগীর আশঙ্কা
জমি দখলচেষ্টার পর থেকে ভুক্তভোগী পরিবার হামলা ও হুমকির আশঙ্কায় রয়েছে। ইতিমধ্যে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এলাকাবাসীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি
এলাকাবাসীর অভিযোগ, জমি দখলের নামে বিচার-বহির্ভূতভাবে প্রভাব খাটানো, হুমকি-ধমকির মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।