Staff Correspondent:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে ডা. তাসনিম জারা দাবি করেছেন, ছবিটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, “দুটি পত্রিকা আমার যে ছবি ছেপেছে, তা সম্পাদিত। এটি যে ভুয়া ছবি, সেটি তারা উল্লেখ করেনি। আমার সম্মানহানির উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।”
এই ছবির সত্যতা যাচাই করে তথ্য যাচাইকারী সংস্থা ‘রিউমর স্ক্যানার টিম’ জানায়, ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। অনুসন্ধানে দেখা গেছে, মূল ছবিতে ডা. জারা ফুল প্যান্ট পরিহিত ছিলেন। সেই ছবিই এডিট করে ভুয়া ও বিভ্রান্তিকর রূপে উপস্থাপন করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে এ ধরনের ভুয়া ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো বাড়ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষকরাও।
এআই-সম্পাদিত ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া আইন প্রণয়ন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।