মুহম্মদ আবুল বাশার, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে চোরাই ট্রাকসহ একটি সংঘবদ্ধ ট্রাক চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি দল মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের চোরাই ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করে।
উদ্ধারকৃত ট্রাকের বিবরণ:
- রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮
- চেসিস নং: 373144J5R100985
- ইঞ্জিন নং: 697TC48KR112762
গ্রেফতার হওয়া ব্যক্তি:
- নাম: মোঃ রুবেল মিয়া (৩৮)
- পিতা: মৃত শহিদুল্লাহ
- মাতা: মোছাঃ হামিদা খাতুন
- ঠিকানা: গ্রাম–সংগ্রাম কেলি, ইউনিয়ন–শেরপুর, থানা–নান্দাইল, জেলা–ময়মনসিংহ
আইনি পদক্ষেপ:
ঘটনার পরিপ্রেক্ষিতে নান্দাইল মডেল থানায় মামলা নং ০৭, তারিখ: ০৪/০৭/২৫, ধারা: ৪১৩ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।