মনির হোসেন, বেনাপোল থেকে:
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে রোববার (৬ জুলাই) দিনভর বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্দরের কাস্টমস ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় সব কার্যক্রম শুরু হবে।”
এদিকে, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, “বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল অব্যাহত থাকবে।”
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, “বন্ধের দিনে যেসব ভারতীয় ট্রাক পণ্য খালাস করে বন্দর এলাকায় অবস্থান করছে, সেগুলো খালি অবস্থায় ফিরে যেতে পারবে।”
উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আমদানি এবং ১৫০-২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়। দেশের স্থলবন্দর আমদানির প্রায় ৭০ শতাংশই এ পথে হয়ে থাকে। বেনাপোল দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয় এবং সরকার পায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব।