মো. মনিরুজ্জামান, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ–এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন ছিল দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।
প্রথম দিন (৪ জুলাই, শুক্রবার) জুমার নামাজ শেষে ভাণ্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরদিন (৫ জুলাই, শনিবার) সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আমান উল্লাহ্ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ্জামান হাওলাদার, দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ স্বেচ্ছাসেবীরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, মানব সেবা ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক মানবিক উদ্যোগ, যা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে।
প্রতিষ্ঠাতা মেহেদী হাসান বলেন, “গত দুই বছরে আমরা শতাধিক রুগ্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। রক্তদান ছাড়াও আমরা সামাজিক সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থেকেছি। সামনে আরও বড় পরিসরে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা দরকার।”
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয় দিনব্যাপী আয়োজনটি।