মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মাদারিপুর বাজারে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খলিল মাদারিপুর গ্রামের দুলাল, তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তার নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খলিল অভিযোগ করেন, তিনি প্রথমে দুলালের কাছে ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করেন। কিন্তু দুলাল পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেন। এতে খলিল ছাগল ফেরত নিয়ে বাড়ি চলে যান। পরবর্তীতে একই ছাগল ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
এর জের ধরে দুলাল, মিঠু ও রুবেল খলিলকে গালিগালাজ শুরু করেন। খলিলের চাচাতো ভাই মজিবুর বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে খলিল এগিয়ে এলে তাকেও মারধর করে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যাওয়া হয়। খলিলের অভিযোগ, ওই সময় তার কাছে থাকা ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
অভিযুক্তদের দাবি, ঘটনার কোনো মারধর বা ছিনতাই হয়নি, শুধু কথাকাটাকাটি হয়েছে। খলিল তাদের ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করছেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”