Limon Mia, Sarishabari (Jamalpur) Representative:
জামালপুরের সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকায় সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে। তিনি চর জামিরা বাজারের একটি গ্যারেজে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে একটি মোটরসাইকেল মেরামতের পর সেটি চালিয়ে পরীক্ষা করছিলেন আরিফ। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে পথে উপজেলার ভাটারা হাসিল বটতলা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।