মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে জীবন গেল কৃষকের ।
রাজশাহীর তানোরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজেউন)। তার বাড়ি উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ইউপির শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামে। সে ওই গ্রামের আলমগীরের পুত্র। বুধবার সকালের দিকে ঘটে সাপে কামড়ানো ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে এলাকায় এক প্রকার আতংক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে শিবরামপুর পশ্চিম পাড়া ধানী মাঠে ধান কাটতে যায় ইসমাইল।এসময় ওই জমিতে থাকা রাসেল ভাইপার সাপে কামড় দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফাট করেন। রামেকে চিকিৎসা চলা অবস্থায় কৃষক ইসমাইলের মৃত্যু হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য রিপোর্ট দেয়া হয়েছে। এটা নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।