Pirgachha (Rangpur) Representative:
রংপুরের পীরগাছা উপজেলার মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে জমিজমা নিয়ে তিন পুরুষ ধরে চলা বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নিয়েছে। এ নিয়ে মণ্ডল ও সরকার পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরকার পরিবার রাজনৈতিক রঙ লাগিয়ে মণ্ডল পরিবারকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা করছে। তবে মণ্ডল পরিবারের দাবি, তারা বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদেরকে হেয়প্রতিপন্ন করতেই রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।
পাল্টাপাল্টি মামলা, দুই পক্ষের উত্তেজনা
মণ্ডল পরিবারের সদস্য কায়সার আলম জানান, তার ভাতিজা মনিরুল ইসলামের জমি নিয়ে সরকার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৩১ মে মনিরুলের বাড়িতে ভাঙচুরের অভিযোগে একটি মামলা (নং ১৫৭/২৫) দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
এরপর ২৯ জুন আবারও হামলার ঘটনা ঘটে। কায়সার আলমের দাবি, ওই দিন চাচা সারোয়ার হোসেন ও ভাই মিঠু মিয়াকে একা পেয়ে সরকার পরিবারের সদস্যরা অতর্কিতে হামলা চালায়। এতে মিঠুর কপালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। চাচা সারোয়ার হোসেনকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কায়সার আলম বাদী হয়ে সরকার পরিবারের ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর পাল্টা হিসেবে ১ জুলাই সরকার পরিবারের আব্দুল লতিফ বাদী হয়ে মণ্ডল পরিবারের ২৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। তিনি বলেন, “আমার ভাই সংঘর্ষে অঙ্গহানি হয়েছে। আপোষ নয়, প্রতিশোধ নেব।”
থানার বক্তব্য ও পরিস্থিতি
পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন জানান, উভয়পক্ষ থানায় মামলা করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি তবে আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে এলাকায় দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।