Naogaon Correspondent:
আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানকে ধারণ করে । মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁ জেলার মান্দা উপজেলার কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ জুলাই বুধবার বিকাল ৫ টার সময় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন । উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন । উপজেলা কৃষকদলের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, শামসুল ইসলাম বাদল ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি । শেষে অনুষ্ঠানে আগত লোকজনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Naogaon Correspondent:-
Md. Habibur Rahman
Trending
- ভারতে ফের নিষিদ্ধ পাকিস্তানি তারকাদের সোশ্যাল অ্যাকাউন্ট
- নরসিংদীতে ৩৬ঘন্টার ব্যবধানে জোড়া খুন
- নির্বাচনের আগে টেলিকম নীতি নয়:মির্জা ফখরুল
- সাতক্ষীরায় সাংবাদিক নামধারী শাওনের বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ
- ছিলেন কনটেন্ট ক্রিয়েটর হলেন অভিনেত্রী
- সিরাজগঞ্জে এনটিভির ২৩ বছরপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন
- ট্রাম্পের বিলের পক্ষে অবশেষে রাজি হলেন রিপাবলিকান বিদ্রোহীরা
- হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন, বড় ভাই আহত