Mujahidul Islam, JB Correspondent:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর (আইআরডিসি)- ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোটিয়াম এর আয়োজনে আজ( ২ জুলাই) ২০২৫‘মধ্যপ্রাচ্য সঙ্কটের আন্তর্জাতিক রাজনীতি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে।
উক্ত সেমিনারের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক এবং যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।
নির্বাহী পরিচালকের মূল বক্তব্য ছিল বিশ্ব তাত্ত্বিক ব্যবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক । এ সম্পর্কে তিনি নিরাপত্তা সংকট নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করেন। আলোচনায় আরো উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা । যা কেবলমাত্র একটি আঞ্চলিক ইস্যু নয়; বরং এটি বৈশ্বিক শক্তি কাঠামোকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আন্তর্জাতিক জিওপলিটিকাল উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং এর প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরও পড়ছে। এ ধরনের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ সৃষ্টি করছে, বিশেষত জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।এর জন্য বাংলাদেশকে কৌশলগত ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাসের এই সময়কে মোকাবিলা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রভাব প্রতিযোগিতা এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে, যা বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করবে।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান । তিনি বিশ্ব নেতৃত্বের জন্য তিনটি অপরিহার্য উপাদান চিহ্নিত করেন: সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্ঞানভিত্তিক সমাজ। এ বিষয়ে বলেন, একটি জাতির নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও কৌশল আবশ্যক; টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রভাবের জন্য প্রয়োজন একটি মজবুত অর্থনীতি; আর জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি একটি জাতিকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে রাখে।
এছাড়া রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক অংশগ্রহণ এবং প্রাসঙ্গিক মতামত উপস্থাপন করেন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আইআরডিসি’র সভাপতি ও জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সঞ্চালনা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইআরডিসি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
সেমিনারে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। সক্রিয়ভাবে তাদের অংশগ্রহণ ,শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।