রিপন মারমা, কাপ্তাই:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে কাপ্তাই উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং উপজেলা কৃষকদলের উপদেষ্টা মো. ফারুক খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সপুর, উপজেলা সাংগঠনিক সম্পাদক উহ্লা চিং মারমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেসইপ্রু মারমা, মো. আব্দুল মান্নান, সূর্য মারমা ও আবু ইউসুফ মজুমদার।
এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।