জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জয় নিখোঁজ রয়েছেন গত পাঁচ দিন ধরে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটায় গনিগঞ্জ বাজারে বিজয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মানিক.
মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ, বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিদ আহমদ O মনোয়ার হোসেন হিমেল, নির্বাহী সদস্য জিলাল উদ্দিন, শিব্বির আহমদ, ইউপি সদস্য মাহবুব তালুকদার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, জাকারিয়া আহমদ, শাহ আলম এবং সংস্থার সাবেক সহ-সভাপতি ছাব্বির আহমদ Others.
বক্তারা জানান, গত ২৮ জুন সকালবেলা প্রতিদিনের মতো গনিগঞ্জ বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘ফ্যামাস টেলিকম’-এ যান ফখরুল। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। তার দোকানের সাটার অর্ধেক খোলা অবস্থায় পাওয়া যায়, এবং সেই থেকে তার মুঠোফোন বন্ধ। আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও পাওয়া যায়নি কোনো সন্ধান। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সিসিটিভি ফুটেজ ও ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত ফখরুলের সন্ধান বের করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।”
নিখোঁজ ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে ৫ দিন ধরে নিখোঁজ। আমরা খুব উদ্বিগ্ন। প্রশাসনের প্রতি অনুরোধ, আমার ছেলেকে যেন দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।”
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী মুঠোফোনে জানান,
“পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।”
এসময় বিজয় সমাজকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য সিরাজুল আলম, সাবেক অর্থ সম্পাদক হুমায়ুন আহমদ, সদস্য রাসেল আহমদ, স্থানীয় বাসিন্দা আঞ্জু মিয়া, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, মজমুদার আলী, নুনু মিয়া, মোস্তফা মিয়া, সালাতুর রহমান, সইদুর মিয়া, আঙ্গুর মিয়া, হাবিজ মিয়া, নুর ইসলাম, সাগর মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।