কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি এলাকায় বিশেষ অভিযানে দুই মানব পাচারকারী ও চার বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ জুন) ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বাগানবাড়ি বিওপির সদস্যরা ভারতীয় সীমান্তের কাছাকাছি ইদুকোনা এলাকায় এ অভিযান চালান।
আটক মানব পাচারকারীরা হলেন—দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইমন হোসেন (২২) ও মৃত আব্দুল মালেকের ছেলে আবুল হোসেন (৫৫)।
পাচারকৃত চার ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা:
- মো. নুর ইসলাম মোড়ল (২০)
- মো. লিটন মির (৫০)
- মো. নজরুল ইসলাম (৪০)
- মো. শাহিন মিয়া (৩০)
স্থানীয় সূত্রে জানা যায়, আটক চারজন আগেও ভারতে অবৈধভাবে গমন করেছিলেন এবং কাজ শেষে দেশে ফিরে এসেছেন। নতুন করে ফের ভারতে প্রবেশের জন্য তারা পাচারকারীদের সহায়তায় বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন। অভিযানে অভিযুক্ত আরও একজন পাচারকারী আরমান হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তে নিরাপত্তা ও পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচারের চেষ্টাও ব্যর্থ করা হয়েছে, যা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে ১৯টি বিওপি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।