হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকার নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৮)। তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ও মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
জানা গেছে, সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের জন্য রওনা দিয়েছিলেন আনোয়ারা বেগম ও তাঁর পরিবার। ভোরে তারা নাঈম আহমদের চালিত মাইক্রোবাসে করে ঢাকার পথে রওনা দেন। পথিমধ্যে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। আহত ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা–সংক্রান্ত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
– কিবরিয়া চৌধুরী