Faridpur Correspondent:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ, রাস্তাঘাট ও বসতবাড়ি। করিম শেখের ডাঙার একটি ফসলি জমিতে পুকুর খননের আড়ালে ‘আত্মঘাতী ড্রেজার’ বসিয়ে চলছে বালু উত্তোলন।
অবৈধ ড্রেজারে চলছে জমির তলা খুঁড়ে বালু উত্তোলন
স্থানীয়ভাবে তৈরি এসব ড্রেজার দিয়ে খাল-বিল ও পুকুরের গভীর থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে:
- বসতবাড়ি ও রাস্তা ধসে পড়ার আশঙ্কা
- কৃষিজমি অকৃষি জমিতে পরিণত হওয়ার সম্ভাবনা
- পরিবেশের ওপর মারাত্মক প্রভাব
সরেজমিনে দেখা যায়, কালাম শেখের ফসলি জমিতে কাটা পুকুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন স্থানীয় ব্যক্তি নুরু শেখ ও জমির মালিক কালাম শেখ.
সাংবাদিককে হুমকি, অশালীন আচরণ
নুরু শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে প্রথমে ‘সম্মান’ করার কথা বললেও পরে ক্ষুব্ধ হয়ে বলেন,
“আমি আওয়ামী লীগের বড় নেতা। আপনারা আমার বিরুদ্ধে কিছু করতে পারবেন না।”
He also said,
“যে হাত দিয়ে ভিডিও করবেন, সেই দুই হাত কেটে রেখে দেব।” (অশ্রাব্য গালি ব্যবহার করেন)
এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয় একাধিক ব্যক্তি জানান,
“ভূগর্ভস্থ বালু উত্তোলনে তলদেশ ফাঁকা হয়ে যাচ্ছে। এতে বড় ধরনের ধস বা ভুমিকম্পের আশঙ্কা দেখা দিতে পারে।”
তারা আরো বলেন,
“বারবার প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
প্রশাসনের অবস্থান
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন,
“বিষয়টি আমি আগে জানতাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য
অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, সামাজিক নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হওয়া জরুরি।