মাহফুজুল হক পিয়াস, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে:
“অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না।”
এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুষ্টিয়া জেলার গর্বিত শহীদ, সাব্বির আহমেদের মা।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ সাব্বিরের কবর জিয়ারত করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাব্বিরের মা বলেন,
“সেদিন দুপুরে এমনি এমনি আমার কান্না আসতেছিলো। আমি তো জানতাম না, আমার মনি ওই সময়ই এই দুনিয়া থেকে চলে গেছে। বিকালের দিকে একজন এসে বললো, ‘সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিতে মারা গেছে।’ আমার তো দুনিয়াই থেমে গেলো।”
এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভির মণ্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা কবর জিয়ারতের পর শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৮ জুলাই রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন সাব্বির আহমেদ।