শাহজাহান আলী মনন, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামসুন্নাহার বেগম (৭৫)। তিনি গৃহপরিচারিকা হিসেবে ওই বাসায় থাকতেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া লাশটি উদ্ধার করা হয় মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে।
বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। তিনি জানান, নিহত শামসুন্নাহার তার দূর সম্পর্কের বোন ও দীর্ঘদিনের বাসার সহযোগী।
রহিলা বেগমের বর্ণনা
শিক্ষিকা রহিলা বেগম জানান, “সকাল ৯টার দিকে আমি স্কুলে যাই। তিনি একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় ফিরে এসে দরজায় কড়া নাড়ি, কোনো সাড়া না পেয়ে জানালায় নক করি। তাতেও সাড়া না পেয়ে পাশের বাসার লোকজনকে ডাকি। পরে দেখি দরজার বাইরে থেকে সিটকিনি লাগানো। দরজা খুলে দেখি আপা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথায় গভীর ক্ষত।”
তিনি আরও জানান, ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাসা থেকে ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এলইডি টিভি খোয়া গেছে বলে দাবি করেন তিনি।
নিহতের পরিবারের বক্তব্য
নিহতের ছেলে সামসুল বলেন, “সকাল ১১টার দিকে মায়ের সাথে মোবাইলে কথা হয়েছিল। তিনি অসুস্থ বোধ করছেন জানালে আমি বলি বাড়ি চলে আসতে। মা বলেন, রোববার বা সোমবার আসবেন। কিন্তু বিকেলে হঠাৎ খবর আসে মা মারা গেছেন। এসে দেখি তাকে হত্যা করা হয়েছে। এখনও লাশ দেখতে দেয়নি পুলিশ।”
তদন্ত কার্যক্রম
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসাটি জিম্মায় নিয়েছি। রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা পৌঁছানোর পর সুরতহাল ও আলামত সংগ্রহের পর লাশ থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
বিকাল সাড়ে ৪টার দিকে সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শত শত উৎসুক জনতা ভিড় জমিয়েছে ঘটনাস্থলে।