তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শীর্ষক জনসম্পৃক্ততা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আহম্মাদাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে কাথাইল গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন মিছিল ও অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। জনসভাস্থলটি রাজনৈতিক স্লোগান এবং দলীয় নেতাদের বক্তৃতায় মুখরিত ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি ও সাবেক সচিব মো. আব্দুল বারী।
সভাটি আহম্মাদাবাদ ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বজলুর রহমানের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালাই থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, মিসেস নাজমা আরা বারী, কেন্দ্রীয় যুবদলের নেতা মেহেদী হাসান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম, কালাই উপজেলার কৃষক দলের সাবেক আহ্বায়ক জিএম বাবলু, ছাত্রদলের কালাই উপজেলার আহ্বায়ক মো. কাফি, মাত্রাই ইউনিয়ন যুবদলের নেতা ডেন্টিস্ট আতিকুর রহমান তালুকদার, আহম্মাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. সবুজ প্রমুখ।
সভায় মো. আব্দুল বারী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই ৩১ দফা দেশের সুশাসন ও উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত। জনগণ যদি এই ৩১ দফা বুঝে গ্রহণ করে, তাহলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে, তাহলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের বিকাশ ঘটানো হবে। আমরা আগামী সাধারণ নির্বাচনের আগে সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে জয়পুরহাট-২ আসনের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছি।”