শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল দোকানের মাধ্যমে সুলভ মূল্যে চাল ও আটা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি নতুন বাজার এলাকায় এই বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা,
পৌর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সামসুদ্দিন সরকার,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাফায়েত হোসেন আকন্দ,
শ্রীপুর পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল,
৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম প্রধান,
ওয়ার্ড বিএনপির সদস্য শেখ মোহাম্মদ তোফাজ্জল হোসেন,
বিএনপি নেতা হেলাল মোল্লা
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এই ওএমএস ট্রাকসেল কেন্দ্রের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত সুলভ মূল্যে চাল ও আটা সরবরাহ করা হচ্ছে, যা চলমান দ্রব্যমূল্যের বাজারে কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা।