বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় সভা। শনিবার (২৮ জুন) বিকেলে জেলার ঐতিহ্য কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আরমান হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হাসান, মোশাররফ হোসেন, জেলা কমিটির কমিউনিটি সদস্য তায়েফুর রহমান, জিহাদুল ইসলাম, নাজিউর রহমান, আবদুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের সর্বস্তরে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের কোনো বিকল্প নেই। ইউনাইটেড পিপলস বাংলাদেশ সে লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায্য, সমানাধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলার শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জুলাই বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে একাত্মতা প্রকাশ করেন এবং আগামীর পথে সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।