Joypurhat District Representative:
জয়পুরহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহনূর রহমান শাহিন।
আদালত সূত্রে জানা যায়, জেলার শিক্ষার্থী বিশাল ও মেহেদী হাসান হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পর ২২ মে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। গত ২২ মে ওই দুই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়ারা হলেন, সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অন্যরা হলেন- মো. জাকির হোসেন মন্ডল, জাকারিয়া হোসেন রাজা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাবিবুর রহমান হাবিব, মো. মিন্নুর হোসেন, মোজাফফর হোসেন, আবু সাঈদ আল মাহমুদ চন্দন, মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর, মিনফুজুর রহমান মিলন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, এস এম রবিউল আলম চৌধুরী, রাসেল দেওয়ান মিলন, আনম শওকত হাবিব তালুকদার লজিক, মুস্তাকিম মন্ডল, আবু বক্কর সিদ্দীক রেজা ও খোরশেদ আলম সৈকত।
জয়পুরহাট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের পিপি শাহনূর রহমান বলেন, একাধিক মামলার দুজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন এ নিষেধাজ্ঞার আদেশ দেন।