এম এস রহমান, পাবনা:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যে পাবনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা।
রবিবার (২৫ মে) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
মেলার শুরুতে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে এর শুভ সূচনা করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মো. আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের পাবনা জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনূর রহমান।
বক্তারা বলেন, “ভূমি সেবা এখন ডিজিটালাইজড হওয়ায় অনলাইনে খাজনা পরিশোধসহ নানা সেবা গ্রহণ সহজ হয়েছে। এতে ঘুষ বা দালালের প্রয়োজন পড়ে না। জনগণ যেন এসব সুবিধা সম্পর্কে জানে, সে উদ্দেশ্যেই এই মেলার আয়োজন।”
মেলায় ভূমি সেবাবিষয়ক সচেতনতা সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও সরাসরি সেবা প্রদান কার্যক্রম চলবে। ২৮ মে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।