মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় (গত ৫ আগস্ট) দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ প্রায় ১০ মাস পর শনিবার (২৪ মে) সন্ধ্যার পর কালিখোলা এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, পুলিশের তদন্তে পূর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে মোঃ রাতুল সর্দার (১৮) এবং ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হক (১৮)-কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১২ বোরের একটি পাম্প শর্টগান উদ্ধার করা হয়, যা থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
স্থানীয়দের মতে, অস্ত্র উদ্ধারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি নাজমুল হাসান আরও বলেন, “থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এখনও কিছু উদ্ধার হয়নি। কেউ যদি ওইসব অস্ত্র কোথাও পড়ে থাকতে দেখে এবং আমাদের বা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তথ্য দেয়, তাকে পুরস্কৃত করা হবে।”
পুলিশ জানিয়েছে, থানায় হামলা ও অস্ত্র লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।