মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে রোববার (২৫ মে) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে “ভূমি মেলা ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় র্যালি, আলোচনা সভা, গণসেবা, ভূমি সেবা প্রদর্শনী, নামজারি সংক্রান্ত গণশুনানি, কুইজ প্রতিযোগিতা এবং খাজনা আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ এবং ভূমি অফিস সংলগ্ন এলাকায় ২৫ থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই মেলা। শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) মামুন ভুঁইয়া, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়তুল্লাহসহ শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, “জনগণকে দালাল ও ভোগান্তিমুক্ত সেবা দিতে জনসচেতনতা বাড়ানো, ভূমি সেবার ডিজিটাইজেশন সম্পর্কে অবহিত করা ও সহজিকরণের দিকগুলো তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।”
এ আয়োজনে গোপালপুরবাসী ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।