নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোনায়েম হোসেন (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১১টার দিকে পৌরশহরের মহলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির মা মহলবাড়ি এলাকায় একটি ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। খেতের পাশেই একটি ছোট গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার ছলে শিশুটি সেখানেই পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।